কবর দেওয়ার জায়গা না পেয়ে ঘরের বারান্দার মেঝেতেই মাকে দাফন করেছেন সন্তানেরা। এ ঘটনা ঘটেছে ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আজিমদ্দি সরদার বাড়িতে। চাঞ্চল্যকর এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়।
মৃতের নাম জবেদা খাতুন (৭০)। তাঁর সফিজল ও রফিজল নামে দুই ছেলে এবং জাহানারা ও ঝড়িনা নামে দুই মেয়ে রয়েছে।
আজ বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত মৃতের নাম জবেদা খাতুন। কবর দেখতে বিভিন্ন এলাকা থেকে ঐ বাড়িতে ভিড় জমাচ্ছে মানুষ।
এছাড়াও কবরটিকে স্থায়ীত্ব করতে এলাকাবাসীর উদ্যোগে কবরের চারিপাশে ইটের দেয়াল তোলার কাজ করছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, জবেদা খাতুনের ছেলে রফিজলের সঙ্গে তাঁর চাচাতো ভাই রফিকের সঙ্গে দীর্ঘদিন ধরে ভিটেবাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে জবেদা খাতুন মারা গেলে তাঁকে রফিকের পারিবারিক কবরস্থানে দাফন করতে গেলে তাঁরা বাধা দেয় জানা গেছে।
স্থানীয়রা আরো জানান,এলাকাবাসী ও মৃতের স্বজনেরা অনুরোধ জানালেও রফিক ও তাঁর পরিবারের সদস্যরা শোনেননি। পরে গত (৪ জুলাই) বুধবার তাঁর ছেলেরা কোনো জায়গা না পেয়ে ঘরের বারান্দা খুঁড়ে দাফন করেন।
স্থানীয়রা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, কবরটি যাতে এখানে ভালো থাকে সেজন্য আমরা এলাকাবাসী মিলে বাউন্ডারি-ওয়াল করে দিচ্ছি।
মৃতের ছেলে রফিজল বলেন, মা মারা যাওয়ার পর দাফনের জন্য একটু জমি খুঁজছি, কেউ দেয় নাই। বাড়িতেই আত্নীয় স্বজনের ঘর, কেউ একনজর মায়ের লাশ দেখতেও আসেনি। জায়গা দেয়া তো দুরের কথা। আমার জায়গা বলতে ঘর ভিটাই আছে, মাকে তাই ঘরের ভিটাতেই কবর দিয়েছি।
মৃতের মেয়ে জরিনা বলেন। গত পরশুদিন সন্ধায় মা মারা গেছে,কেউ একটু উঁকি মেরেও দেখেনি। একা সারারাত মায়ের পাশে বসে ছিলাম। তার পরের দিন বড় ভাই ঢাকা থেকে এসে মাকে দাফন করছে।
তবে এ বিষয়ে রফিজলের চাচাতো ভাই রফিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল বলেন, জমির অভাবে জবেদা খাতুন নামে এক বৃদ্ধার কবর ঘরের মেঝেতে দেওয়া হয়েছে বলে আমি শুনেছি। ঘটনাটি খুবই হৃদয়বিদারক।
তবে এ ঘটনায় মৃত জবেদা খাতুনের পরিবারের পক্ষ থেকে কেউ আমাকে জানায়নি এবং কোনো প্রকার সাহায্য চায়নি। তারপরে আমি ঘটনাস্থলে যাবো,এবং তাদেরকে পরবর্তী আইনি সাহায্য দিবো।
মন্তব্য করার জন্য লগইন করুন!