চট্টগ্রাম মহানগরের ৩৬নং ওয়ার্ড, বন্দর থানা শাখার উদ্যোগে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত “দায়িত্বশীল তারবিয়াত” অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার বাদ এশা অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সুন্দর দেশ গঠনে আত্মপ্রত্যয়ী ও আদর্শবান যুবকদের বিকল্প নেই। ইসলামী আদর্শে গড়ে ওঠা যোগ্য ও দায়িত্বশীল তরুণরাই সমাজে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম। বর্তমান প্রজন্মকে মাদক, নারী নির্যাতন, নৈতিক অবক্ষয়সহ নানা সামাজিক ব্যাধি থেকে মুক্ত হয়ে দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, নেতৃত্ব মানে কেবল একটি পদ বা মর্যাদা নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা। একজন দায়িত্বশীল নেতা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করেন। তাই তরুণদের আত্মশুদ্ধি, জ্ঞানার্জন, সেবামূলক মানসিকতা ও ইসলামী চেতনায় উজ্জীবিত হয়ে নেতৃত্ব দিতে হবে।
অনুষ্ঠানে বক্তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের নেতৃত্বের প্রশংসা করেন। তারা বলেন, দেশের বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতিতে তিনি একজন সাহসী, সৎ ও যোগ্য নেতৃত্ব দিচ্ছেন। তার দিকনির্দেশনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নৈতিকতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে, যা আজকের এই তারবিয়াত কর্মসূচির মাধ্যমে আরও সুদৃঢ় হচ্ছে।
সভায় সমাজের নানা সমস্যা নিয়েও আলোচনা হয়। বক্তারা মাদক নির্মূল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বেকারত্ব দূরীকরণ, নৈতিক শিক্ষা বিস্তার ও সামাজিক সংস্কার কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় বক্তব্য দেন,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার সভাপতি মহিদুল ইসলাম হাফিজ, বন্দর থানার সহ সভাপতি ইমাদুল ইসলাম,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,বাংলাদেশ মুজাহিদ কমিটি বন্দর থানা শাখার দপ্তর সম্পাদক শাহজালাল,মুজাহিদ কমিটি বন্দর থানা শাখার ইমাম কাম অডিটর হাফেজ মাওলানা কালিম উল্লাহ,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ৩৬নং ওয়ার্ড শাখার সভাপতি নাঈম ইসলাম,সাধারণ সম্পাদক মুহাঃ এনামুল আহাদ (এনাম) সহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ৩৬নং ওয়ার্ড শাখার সদস্য গন এবং আরো উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলনের, মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!