মোঃ শরিফ হোসেন, নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর সাহেব চরমোনাই (মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম) এর নির্দেশনা অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি ও করণীয় নির্ধারণে ইসলামী যুব আন্দোলন ৩৬ নম্বর ওয়ার্ড, বন্দর থানা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ এশায় চট্টগ্রামের বন্দর থানাধীন ৩৬ নম্বর ওয়ার্ডে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, মুজাহিদ কমিটি ও ইসলামী আন্দোলনের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল এবং সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে মাঠ পর্যায়ে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। ইসলামী রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা—এ কথাটি সবাইকে জানাতে হবে।
বক্তারা আরও বলেন,সংগঠনের প্রতিটি ইউনিটে দায়িত্বশীলদের সমন্বয় বাড়াতে হবে। নির্বাচনী সময়ে সুষ্ঠু যোগাযোগ, প্রচার-প্রচারণা ও তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দিতে হবে। পীর সাহেব চরমোনাইয়ের দিকনির্দেশনা অনুসরণ করলেই আমরা ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হব।
সভায় উপস্থিত দায়িত্বশীলরা বলেন, ইসলামী আন্দোলন শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি দাওয়াতি আন্দোলন। তাই কর্মীদের উচিত আদর্শিক ও চারিত্রিক দিক থেকে নিজেদেরকে প্রস্তুত রাখা।
লগইন
ছবিঃ বিডিসিএন২৪
মন্তব্য করার জন্য লগইন করুন!