শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কান্দর পাড়া কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে অস্ত্র হাতে নিয়ে এ দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতা কেউ উপহার দেয়নি। এ দেশ ছেড়ে কোথাও যাওয়ার প্রশ্নও ওঠে না।
বিএনপির মহাসচিব অভিযোগ করেন, যারা এখন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট চাইছেন, তারা স্বাধীনতাবিরোধী ছিল এবং সেই সময় লুটপাটের সঙ্গে জড়িত ছিল।
তিনি আরও বলেন, আগে রাজনীতিতে দুটি পক্ষ ছিল—নৌকা ও ধানের শীষ। রাজনৈতিক বাস্তবতায় নৌকা এখন প্রতিদ্বন্দ্বিতায় নেই। নতুন একটি দল ও নতুন প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা এসেছে। বর্তমানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে। ধানের শীষ একটি পরিচিত প্রতীক হলেও দাঁড়িপাল্লা নতুন হওয়ায় মানুষ সেটি তেমন চেনে না।
বিএনপি ক্ষমতায় এলে কী করবে, তা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে চাল-ডালসহ প্রয়োজনীয় সহায়তা, স্বাস্থ্য ও শিক্ষা সেবা নিশ্চিত করা হবে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের ন্যায্যমূল্যে সার ও বীজ দেওয়া হবে।
তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং নারীদের জন্য সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে।
সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফুরুল্লাহ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লগইন
ধানের শীষ বনাম দাঁড়িপাল্লা, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যা বললেন ফখরুল
মন্তব্য করার জন্য লগইন করুন!