জীবনে অনেক সময় দারিদ্র্যের পরীক্ষা আসে। এ অবস্থায় হতাশ না হয়ে আল্লাহর কাছে দোয়া করা অত্যন্ত প্রিয় আমল। পবিত্র কোরআন ও হাদিসে দারিদ্র্য ও গুনাহ থেকে মুক্তির জন্য কয়েকটি বিশেষ দোয়া ও আমলের নির্দেশনা পাওয়া যায়।
প্রথমত, সব ধরনের গুনাহ থেকে বিরত থাকা এবং ফরজ ইবাদতসমূহ যথাযথভাবে পালন করা জরুরি। এতে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
কোরআনে দারিদ্র্য থেকে মুক্তির দোয়া
আল্লাহ তাআলা সুরা মায়িদার ১১৪ আয়াতে দোয়া শিখিয়েছেন—
رَبَّنَاۤ اَنۡزِلۡ عَلَیۡنَا مَآئِدَۃً مِّنَ السَّمَآءِ تَكُوۡنُ لَنَا عِیۡدًا لِّاَوَّلِنَا وَ اٰخِرِنَا وَ اٰیَۃً مِّنۡكَ ۚ وَ ارۡزُقۡنَا وَ اَنۡتَ خَیۡرُ الرّٰزِقِیۡنَ
উচ্চারণ:
আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মায়িদাতাম মিনাস সামায়ি তাকুনু লানা ঈদান লিআওয়ালিনা ওয়া আখিরিনা, ওয়া আয়াতাম মিনকা; ওয়ারজুকনা ওয়া আন্তা খাইরুর রজিকিন।
অর্থ: হে আল্লাহ, হে আমাদের রব, আসমান থেকে আমাদের জন্য খাবারে পরিপূর্ণ দস্তরখান নাজিল করুন, যা হবে আমাদের আগের ও পরের সবার জন্য আনন্দের উপলক্ষ। আর এটি হবে আপনার পক্ষ থেকে এক নিদর্শন। আমাদের রিজিক দিন; নিশ্চয়ই আপনিই উত্তম রিজিকদাতা। (সুরা মায়িদা: ১১৪)
হাদিসে দারিদ্র্য দূর হওয়ার দোয়া
হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পড়বে, তার দরিদ্রতা দূর হয়ে যাবে। (বুখারি ১৫৪৪)
اللّهُمَّ إنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ، وَالْقِلَّةِ، وَالذِّلَّةِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أو أُظْلَمَ
উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি, ওয়াল কিল্লাতি, ওয়াজজিল্লাতি; ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আও উজলিমা।
অর্থ:হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দারিদ্র্য, অক্ষমতা ও অপমান থেকে। এবং আমি আপনার কাছে আশ্রয় চাই—আমি যেন কাউকে জুলুম না করি এবং কেউ যেন আমাকে জুলুম না করে।
বেশি বেশি ইস্তেগফার করা
হাদিসে বলা হয়েছে, ইস্তেগফার দারিদ্র্য দূর হওয়ার অন্যতম কারণ। নবীজি (সা.) বলেন—
‘যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাকে সব বিপদ থেকে মুক্তি দেবেন এবং তাকে অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দান করবেন।’ (আবু দাউদ ১৫১৮)
নবীজি (সা.) অধিক পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন। সাইয়েদুল ইস্তেগফার পড়া, প্রতিদিন ৭০-১০০ বার “আস্তাগফিরুল্লাহ” বলা—এসবই উত্তম আমল।
লগইন
গুনাহ ও দারিদ্র্য থেকে মুক্তির আমল | ছবি সংগ্রহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!