আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন আগামী ২৯ ডিসেম্বর থেকে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে। নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসি রাষ্ট্রপতির অনুমতি চাইবে। রাষ্ট্রপতি অনুমতি দিলে সেনা মোতায়েন করা হবে।
মঙ্গলবার সন্ধ্যায় ইসি এবং সেনাবাহিনীর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার–উজ–জামান বলেন, “ইসি চেয়েছে সশস্ত্র বাহিনী ডেপ্লয় হোক। আমরা আশ্বস্ত করেছি, ইসি যেভাবে চাইবে সেভাবে কাজ করব। ইসি গ্রহণযোগ্য নির্বাচন করতে সিরিয়াস। ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনে আমরা সাহায্য করব। অতীতের মতো এবারও সেনাবাহিনী ডেপ্লয় হবে।”
সেনাবাহিনীর মোতায়েনের সময়সীমা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে ইসি।
বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না, বিএনপি ও তাদের জোটসঙ্গীদের বিরোধিতার মধ্যে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি।
বিএনপি নির্বাচনের তফসিল বর্জন করেছে। বিএনপিসহ ১৫টি দল এই নির্বাচনে অংশ নিচ্ছে না। অন্যদিকে, আওয়ামী লীগ–জাতীয় পার্টিসহ ২৯টি রাজনীতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!