সুন্দরবনের শিবসা নদীসংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের গোপন তথ্যের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে কুখ্যাত বনদস্যু আসাবুর বাহিনীর দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বুধবার (৬ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তারা বনদস্যু আসাবুর বাহিনীর হয়ে সুন্দরবনে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডাকাতদলটি শরবতখালী এলাকায় অবস্থান নিচ্ছে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলার একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে ডাকাতরা পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা আত্মসমর্পণের আহ্বান জানিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরে ঘটনাস্থল থেকে ৩টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গুলি, ৫ রাউন্ড ফাঁকা গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতিসহ দুই ডাকাতকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করার জন্য লগইন করুন!