সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আন্তঃজেলা সক্রিয় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।
রবিবার (১১ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সিলেটের জকিগঞ্জ এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে শান্তিগঞ্জ বাজারে আসছে। পরে পুলিশ বাজার এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন হোসেন আহমদ প্রকাশ সাদ্দাম হোসেনকে আটক করে। তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে হোসেন আহমদ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা স্থানীয় মাদক ব্যবসায়ী ডুংরিয়া গ্রামের হাফিজুর রহমানের। এরপর পুলিশ অভিযান চালিয়ে হাফিজুরকেও আটক করে।
আটক হোসেন আহমদ (৩৬) সিলেট জেলার জকিগঞ্জ থানার পীরের চক গ্রামের আব্দুল জলিলের পুত্র এবং হাফিজুর রহমান (৩১) সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার ডুংরিয়া গ্রামের জমশেদ আলীর পুত্র। তারা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক ব্যবসায় সক্রিয় ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শান্তিগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।”
লগইন
ছবি: বিডিসিএন২৪
মন্তব্য করার জন্য লগইন করুন!