আন্তর্জাতিক ডেস্ক:
শ্রীলঙ্কায় রোববার ভোরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন তীর্থযাত্রী নিহত এবং আরও ২৪ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে দেশটির মধ্যাঞ্চলের পার্বত্য এলাকায়, যেখানে একটি তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে যায়।
বাসটি দক্ষিণাঞ্চলের তীর্থস্থান কাটারাগামা থেকে কুরুনেগালা শহরের উদ্দেশে রওনা হয়েছিল। যাত্রাপথে কোটমালা পার্বত্য এলাকা অতিক্রম করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে খাদে পড়ে যায়। ধারণক্ষমতার চেয়ে প্রায় ২০ জন বেশি যাত্রী ছিল বাসটিতে।
বাসটি পড়ে যায় চা-বাগানের ভেতর
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি চা-বাগানের মধ্যে উল্টে পড়ে। দুর্ঘটনার ছবিতে দেখা যায়, বাসটির ছাদ ও পাশ ছিঁড়ে গেছে এবং অধিকাংশ আসন মেঝে থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, "যদি আশপাশের লোকজন দ্রুত যাত্রীদের উদ্ধার না করত, তবে নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারত।"
আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়
শ্রীলঙ্কার পরিবহন উপমন্ত্রী প্রসন্ন গুনাসেনা জানিয়েছেন, আহতদের নিকটবর্তী দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের শনাক্ত করার কাজ চলছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৪ জন আহত ব্যক্তি চিকিৎসাধীন।
একজন বেঁচে ফেরা যাত্রী বলেন, “আমি সামনের দিকে ছিলাম। হঠাৎ বাস বাঁদিকে কাত হয়ে গেল এবং গভীর খাদে পড়ে গেল। ভাগ্যক্রমে আমি বেঁচে গেছি।”
কারণ এখনও নিশ্চিত নয়
একজন পুলিশ কর্মকর্তা জানান, বাস চালক ঘুমিয়ে পড়েছিলেন না কি যান্ত্রিক ত্রুটি ছিল—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।
শ্রীলঙ্কায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র
শ্রীলঙ্কায় প্রতি বছর গড়ে প্রায় ৩ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান। দেশটির আঁকাবাঁকা পার্বত্য রাস্তা বিশ্বের অন্যতম বিপজ্জনক হিসেবে বিবেচিত।
এর আগে ২০০৫ সালে পোলগাহাওয়েলায় রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেন-বাস সংঘর্ষে ৩৭ জন যাত্রী নিহত হন। ২০২১ সালে পাসারায় একটি বাস খাদে পড়ে মারা যান ১৩ জন।
মন্তব্য করার জন্য লগইন করুন!