লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের রাখালিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের নারীসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
রবিবার (৭ ডিসেম্বর ) সকাল ১১টার দিকে আনিস মোহাম্মদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এসময় লিটন তাঁর মা ফাতেমা ও ভাই মুরাদ মারাত্মক ভাবে জখম হলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফাতেমার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে জানাযায়, , দক্ষিন চর মোহনা ইউনিয়নের মৃত সোলাইমান হোসেন বাচ্চুর পরিবারের সঙ্গে ২৫ শতাংশ জমি নিয়ে লিটনদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হওয়া সত্ত্বেও প্রতিপক্ষরা তা মানেনি এবং বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।
ঘটনার দিন মুরাদ জমিতে কাজ করার সময় প্রতিপক্ষ তৌসিফ, শুভ, তাহমিনাসহ ১০–১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
মুরাদকে ছোরা দিয়ে কোপানো হয়, তার চোখের নিচে গুরুতর জখম হয়। মা ফাতেমাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। তার গলা থেকে স্বর্ণের চেইনও ছিনিয়ে নেওয়া হয়।লিটন ঘটনাস্থলে গেলে তাঁকেও চাইনিজ কুড়াল দিয়ে কোপ মেরে গুরুতর আহত করা হয়।
হামলাকারীরা পালানোর সময় হুমকি দিয়ে যায়— আবার পাইলে লাশ বানাইয়া নদীতে ফেলমু।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে বিবাদী তৌসিফ বলেন, আমি আমার বাগানের ফসল আনতে গেলে দেখি তারা জায়গাটি দখল করে আছে। এ নিয়ে নিষেধ করতেই হঠাৎ অতর্কিতভাবে তারা আমার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় রায়পুর থানায় ওসি তদন্ত আব্দুল মান্নান বলেন, অভিযোগ পেয়েছি ,তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লগইন
রায়পুরে জমি বিরোধে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম
মন্তব্য করার জন্য লগইন করুন!