লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নারীসহ তিনজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। হামলাকারীরা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার চরমোহনা ইউনিয়নের চর-বেগম ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—প্রবাসী সোহাগ হোসেনের স্ত্রী হিরামনি ইতি (২৪), বড় বোন সাজেদা বেগম (৩৮) এবং খালা নাজমা বেগম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্র জানায়, প্রবাসী সোহাগ হোসেনের জমির সুপারি ও নারিকেল লুট করে নেওয়ার খবর শুনে হিরামনি ইতি, বোন সাজেদা ও খালা নাজমা ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ সিরাজ উল্লাহ পাটোয়ারীর ছেলে জহির, আজাদসহ ৬–৭ জন তাদের ওপর হামলা চালায়। তারা তিনজনকে পিটিয়ে আহত করে এবং লাঞ্ছিত করে।
এসময় হামলাকারীরা গলার দুইটি চেইন, দুটি কানের দুল, একটি আংটি, একটি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা লুট করে নেয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত জহির ও আজাদ পাটোয়ারী এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
লগইন
ছবিঃ বিডিসিএন২৪
মন্তব্য করার জন্য লগইন করুন!