ভ্রাম্যমাণ প্রতিনিধি।
হবিগঞ্জের বানিয়াচংয়ে যৌথাহিনীর অভিযানে ইয়াবা ডিলারসহ ৫ গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে ১২ আগষ্ট বানিয়াচং আর্মি ক্যাম্প হতে ক্যাপ্টেন সামিউল আযীমের নেতৃত্বে যৌথবাহিনি অভিযান পরিচালনা করেন। অভিযানে সোহাগ মিয়া পিতা হাবিবুর রহমান গ্রাম জাতুকর্ণ পাড়া,জুয়েল মিয়া পিতা নুরুল ইসলাম গ্রাম
পাঠানটুলা,শান্ত মিয়া পিতা জামির হোসেন গ্রাম চানপাড়া, আফজান মিয়া পিতা ইউনুস আলী গ্রাম আমিরখানী, সাজ্জাত মিয়া পিতামৃত আব্দুল হাই গ্রাম গরীব হোসেন মহল্লা সর্ব থানা বানিয়াচংকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতদের নিকট থেকে ৭৯ পিস ইয়াবা,ইয়াবা কন্ট্রোলার ৩ টি,গাঁজা ৮শ গ্রাম,কলকি ৪ টি,ফুয়েল পেপার ৪ পিস,মোবাইল ৪ টি,দেশি দা ১ টি ও ১ টি চাকু উদ্ধার করা হয়। পরে ধৃতদের থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!