মতলব প্রতিনিধি : 'এসো মিলি দৃঢ় বন্ধনে...' শ্লোগানে নিয়ে জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলার পরিচিতি সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সকালে মতলব পৌরসভা সদরের মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আফতাব চৌধুরী সুমন।
সংগঠনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন। কর্মশালার অধিবেশনে 'ইসলামে সাংবাদিকতা ও নৈতিকতার' বিষয়ে বক্তব্য রাখেন মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি মাওলানা গোলাম সারওয়ার ফরিদী। 'সাংবাদিকতার নীতি ও নৈতিকতা এবং আইন-কানুন' বিষয়ে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা।
পরিচিতি সভায় বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমির খসরু প্রধানিয়া, মতলব কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষিক ফারুক আহমেদ বাদল, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম, রোকনুজ্জামান রোকন, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মাহফুজ মল্লিক, ফজলে রাব্বী ইয়ামিন, গোলাম হালদার মোল্লা, বর্তমান সভাপতি নিমাই চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির, দৈনিক চাঁদপুর সংবাদের সহ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোঃ আরিফ বিল্লাল, মতলব রিপোটার্স ইউনিটের সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ কামাল, নারায়নপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন হাসিব, সাপ্তাহিক আজকের মতলবের নির্বাহী সম্পাদক লোকমান হাবীব, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, দৈনিক চাঁদপুর প্রতিদিন মতলব দক্ষিণ প্রতিনিধি মোশাররফ হোসেন তালুকদার, সাংবাদিক রেজওয়ান বাদল, দৈনিক ইলশেপাড় পত্রিকার স্টাফ রিপোর্টার শহিদুজামান মাসুম,
মন্তব্য করার জন্য লগইন করুন!