ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের দুইদিন পর একটি মৎস্য খামার থেকে মমিনুল ইসলাম সজল (২৩) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ মে) সকালে লাশটি উদ্ধারের পর মর্গে প্রেরণ করেছে পুলিশ ।
নিহত সজল ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পূর্বভালুকা গ্রামের বাসিন্দা এবং মৃত সমর আলীর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (৫ মে) দুপুরের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে পরিবারের পক্ষ থেকে ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বুধবার সকালে ভালুকা-গফরগাঁও সড়কের পাশে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির মালিকানাধীন মৎস্য খামারে ভাসমান অবস্থায় একটি অর্ধগলিত লাশ দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হলে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের মামা রবি মিয়া জানান, তার ভাগিনা সজল স্থানীয় কুমার বাড়ির জনৈক তাইজ উদ্দিনের মৎস্য খামারে চাকরী করতো এবং সোমবার থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিলোনা।
ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!