র্যাব-১২ এর একটি অভিযানে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকা থেকে 190 বোতল ফেনসিডিলসহ 3 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ভোরে, র্যাব-১২ সদস্যরা বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন বঙ্গবন্ধু সেতুর সামনে মহাসড়কের উপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় মাদক কারবারের জন্য ব্যবহৃত একটি বাস, 3টি মোবাইল ফোন এবং নগদ টাকাও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন:মোঃ ফারুক: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নিমাইগাসারি গ্রামের মৃত সালাম শিকদারের ছেলে।মোঃ মারুফ মন্ডল: নাটোর জেলার লালপুর থানার বৈদ্যনাথপুর মন্ডল পাড়া গ্রামের ছফের মন্ডলের ছেলে।শ্রী সঞ্জিত বৈরাগী: কুরিগ্রাম সদর জেলার মধুরমোড় ডাকবাংলো পাড়া গ্রামের শ্রী শ্যামল বৈরাগীর ছেলে।
র্যাব-১২ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ ওসমান গনি জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে বাসযোগে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!