যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৭০০ বোতল ফেনসিডিলসহ ২ চোরাকারবারিকে আটক করেছে যশোর র্যাব-৬। সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৬ কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পুটখালী সীমান্তের আহসানুর রহমানের আমবাগানে ফেনসিডিলের একটি বিশাল চালান নিয়ে একদল চোরাকারবারি অপেক্ষা করছে। এমন খবরে র্যাবের একটি চৌকস দল আমবাগান ঘেরাও করে তল্লাশি চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি দলের ২ সদস্য ৭০০ বোতল ফেনসিডিলসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে র্যাবের সদস্যরা তাদের পিছু নিয়ে গিয়ে হাতেনাতে আটক করে।
আটককৃতদের নাম নয়ন হোসেন ও বিল্লাল হোসেন। তারা পুটখালী গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে তাদের যশোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
র্যাব জানায়, আটককৃতরা বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিল এনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত।
মন্তব্য করার জন্য লগইন করুন!