১৫ নভেম্বর ২০০৭ ঘুর্নিঝড় সিডর উপলক্ষে বরগুনা প্রেসক্লাবের আয়োজনে সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়ায় সিডর স্মৃতি স্তম্ভে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় নিহতদের স্বরনে দোয়া ও স্বরণসভা অনুস্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা কাদের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামিম মিঞা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম শফিক উজ্জামান মাহফুজ। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল,জাকির হোসেন মিরাজ,সিনিয়র সহ- সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক জাফর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবুজাফর সালেহ, নলটোনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান।
উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘুর্নিঝড় সিডর বরগুনা জেলায় আঘাত হানে। সিডরে ১৩৪৫ জন মানুষ নিহত হয়। সিডর সৃতিস্তম্ভে ১৯ টি কবরে ২৯ টি লাশ রাখা হয়েছে। প্রতি বছর এটি সিডর দিবস হিসেবে পালন করা হয়। এলাকার মানুষ সরকারের কাছে এই দিনটিকে সিডর দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার দাবী জানান।
মন্তব্য করার জন্য লগইন করুন!