চাঁদপুর জেলা পরিষদের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
২৬ মার্চ মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী। এসময় তিনি বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। এজন্য আমাদের অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে । মুক্তিযুদ্ধের সেই সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে এবং সেই ভাবে নিজেদের গড়ে তুলতে হবে। যাতে আমরা আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারি।
তিনি বলেন, ডিলিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি স্মার্ট বাংলাদেশের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশের দিকে এগিয়ে যাবো।আমরা ইতিমধ্যে অর্থনৈতিক ভাবে অনেকটা এগিয়েছি। বাকীটাও জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে এগিয়ে যাবো।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য আলাউদ্দিন সরকার,বিল্লাল হোসেন, তৌহিদুল ইসলাম খোকা,মনিরুজ্জামান মানিক, খোরশিদ আলম, আল আমিন ফরায়জী । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা আব্দুল্লাহ।
সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার বর্গ ও সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা পরিষদ সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।
মন্তব্য করার জন্য লগইন করুন!