সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দুটি পৃথক ঘটনায় দুই গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। রবিবার রাত ১১টায় লুৎফা বেগম (৩০) এবং সোমবার সকালে রুবিনা বেগম (২৭) নামের দুই গৃহবধূ মারা যান।
বুড়িডহর গ্রামের রুবেল মিয়ার স্ত্রী লুৎফা বেগমের সাথে দুই দিন ধরে ঝগড়া চলছিল।রবিবার সালিস বসেও সমস্যা সমাধান হয়নি।রাতে রুবেল বাড়িতে ফিরে লুৎফার মরিচ খাওয়ার কথা জানান।পেটে ব্যথা নিয়ে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় লুৎফার মৃত্যু হয়।লুৎফার স্বজনরা দাবি করছেন, স্বামীর সাথে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।
টুকেরগাঁও গ্রামের আবুল হোসেনের বাসায় ভাড়া থাকতেন রুবিনা বেগম ও তার স্বামী জুবের আহমদ।রবিবার রাত ১২টায় ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন রুবিনা।সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত দরজা না খোলায় প্রতিবেশীরা ডাকাডাকি করেন।দরজা ভেঙে রুবিনাকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়।
দ্রুত তাকে কোম্পানীগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সকাল ৯টায় কর্তব্যরত চিকিৎসক রুবিনাকে মৃত ঘোষণা করেন।ধারণা করা হচ্ছে, রুবিনা বিষপান করে আত্মহত্যা করেছেন।ঘটনার পর থেকে রুবিনার স্বামী জুবের আহমদ পলাতক।
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, রুবিনার পরিবারকে খবর দিয়ে গোয়াইনঘাট থেকে থানায় নিয়ে আসা হয়েছে।ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।নিহতের স্বামীকে আটক করতে চেষ্টা চলছে।লুৎফার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই দুটি ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!