কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বজ্রপাতে স্বামী-স্ত্রী মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় সাহেবের আলগা ইউনিয়নে এ দুর্ঘটনায় তাদের চার সন্তান এতিম হয়ে যায়।
নিহতরা হলেন কৃষক জাহাঙ্গীর হোসেন (৪০) ও তার স্ত্রী রুবি বেগম (৩২)।
সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন জানান, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় হঠাৎ বজ্রপাত হয়। এ সময় জাহাঙ্গীর ও রুবি বেগম ঘরে ছিলেন, পাশে ছিল তাদের সন্তানরা। হঠাৎ বজ্রপাত জাহাঙ্গীরের টিনের ঘরে আঘাত হানে এবং ঘটনাস্থলেই তারা মারা যান।
চেয়ারম্যান আরও জানান, সন্তানরা অক্ষত রয়েছে। নিহতদের চার সন্তানের মধ্যে একটি মেয়ের বিয়ে হয়েছে। বাবা-মার মৃত্যুতে বাকিরা এতিম হয়ে গেল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!