কখন: শনিবার, ২৪ জুন, ২০২৪, দুপুর ১:৩০ টা
কোথায়: বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া বাজার সংলগ্ন
কী ঘটেছে: হাইএক্স মাইক্রো একটি লোহার সেতু পার হওয়ার সময় সেতুটি ভেঙে খালে পরে যায়।
হতাহতের সংখ্যা:
নিহত: ৯ জন (৭ জন শিবচর মাদরীপুরের, ২ জন স্থানীয়)
আহত: ৪ জন
নিখোঁজ: ৩ জন
উদ্ধারকারী: স্থানীয়রা, আমতলী উপজেলা ফায়ার সার্ভিস ও পুলিশ
শনিবার দুপুরে বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া বাজার সংলগ্ন একটি লোহার সেতু ভেঙে একটি হাইএক্স মাইক্রো খালে পরে যায়। হাইএক্স মাইক্রোটিতে ১৭ জন যাত্রী ছিলেন, যারা শিবচর মাদরীপুর থেকে আমতলীতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসলেও মুশলধারে বৃষ্টি এবং খালের গভীরতার কারণে উদ্ধারকাজে বিলম্ব ঘটে।
উদ্ধার হওয়া ৪ জনকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ ৩ জনের জন্য এখনও তল্লাশি চলছে।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারগুলোতে গভীর সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন সেতুর নির্মাণ ও রক্ষণাবেক্ষণের মান নিয়ে।
দুর্ঘটনার পর আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান, নবনিবাচত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, সহকারী কমিশনার ভূমি, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান প্রমুখরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
বরগুনার সংসদ সদস্য দুপুরে হাসপাতালে গিয়ে নিহতদের পরিবারের সান্ত্বনা দেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!