গোপন খবর ফাঁস: রাশিয়ান হামলার তীব্রতায় টিকতে না পেরে ইউক্রেনের সেনারা অনেক এলাকা থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে বলে স্বীকার করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্দার সাইরস্কি।
টেলিগ্রাম পোস্টে জেনারেল সাইরস্কি জানিয়েছেন, রুশ বাহিনীর ব্যাপক আক্রমণের মুখে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপের দিকে গড়িয়েছে। তীব্র হামলার কারণে ইউক্রেনীয় সেনাদেরকে পিছু হটতে হচ্ছে।
দোনেৎস্কের কিছু অবস্থান ত্যাগ করে প্রতিরক্ষামূলক অবস্থান নিতে বাধ্য হচ্ছে ইউক্রেনের সেনারা বলে জানান সেনাপ্রধান।
গত ফেব্রুয়ারিতে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে মতপার্থক্যের জের ধরে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনি পদত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হন জেনারেল ওলেক্সান্দার সাইরস্কি।
যদিও সেনা প্রধান পরিবর্তনের ফলে যুদ্ধের গতিপথে আপাতত কোন পরিবর্তন আসেনি। বরং, রাশিয়ার কাছে বেশ কিছু এলাকা হারাচ্ছে ইউক্রেন এবং তাদের সেনারাও পিছু হটছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!