স্টাফ রিপোর্টার।। চাঁদপুর পৌর ৯ নং ওয়ার্ড প্রফেসর পাড়া মোল্লা বাড়ি রোডটি প্রধানত চারটি এলাকার একমাত্র গমনাগমনের মূলসড়ক।
বিষ্ণুদী,মাতব্বর বাড়ি,মোল্লা বাড়ি,প্রফেসর পাড়ার পথ সরাসরি যুক্ত হয়েছে চাঁদপুর শহরের মূল সড়কের সাথে। প্রতিদিন এই চারটি এলাকার হাজার হাজার পথচারীসহ শিক্ষার্থীরাও যাতায়াত করেন এ পথেই ।রাস্তাটি প্রস্হ অনেক কম।শুধু রিকশা চলাচলের উপযোগী।তার মধ্যে এলাকার ২/৪ জনের নিজেদের ব্যাক্তিগত কাজে ও ব্যবসায়িক কাজে ব্যবহৃত ,ইট-বালু ইত্যাদি রাস্তায় রেখে যাতায়াত বাবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছেন।
বালু,ইটের স্তূপ এর ফলে রাস্তা হয়েছে আরো সংকীর্ণ। যার ফলে এলাকাবাসীসহ শিক্ষার্থীগণ হয়েছে চরম প্রতিবন্ধকতার শিকার। এছাড়াও বৃষ্টি হলে রাস্তায় রাখা বালুর স্তুপ থেকে বালু পানির সাথে ড্রেনে পড়ে ভরাট হয়ে যাচ্ছে ড্রেন।ফলে একটু বৃষ্টি হলেই রাস্তায় জমে হাঁটু পরিমাণ পানি। এসব কারণে রাস্তাটি হয়ে ওঠে ব্যবহারের অনুপযোগী। তাও জীবনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও স্কুল বা গুরুত্বপূর্ণ জরুরি কাজে যেতে হয় ড্রেনের এই নোংরা পানি পারিয়ে।যার ফলে অনেকেই আক্রান্ত হয়েছে ও হচ্ছে বিভিন্ন চর্মোরোগে।
ভুক্তভোগী এলাকাবাসীর দাবি এসব ভোগান্তি নিরসনে পোর পিতা দ্রুত হস্তক্ষেপ করবেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!