যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের নিয়মে নতুন শর্ত যুক্ত করার পরিকল্পনা করেছে দেশটির সরকার। আবেদনকারীদের সমাজ ও অর্থনীতিতে অবদান প্রমাণ করতে হবে।
যুক্তরাজ্যে পাঁচ বছর থাকার পর স্থায়ী বসবাসের অনুমতি বা ইনডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) পাওয়ার সুযোগ আছে বেশিরভাগ অভিবাসীর জন্য। তবে এবার এই নিয়মে আসছে কঠোরতা।
নতুন প্রস্তাব অনুযায়ী, আবেদনকারীদের সামাজিক নিরাপত্তা খাতে অবদান রাখা, কোনো ফৌজদারি অপরাধে জড়িত না থাকা এবং সরকারি সুবিধা দাবি না করার শর্ত পূরণ করতে হবে। এর পাশাপাশি উচ্চমানের ইংরেজি ভাষা দক্ষতা এবং স্বেচ্ছাসেবামূলক কাজের রেকর্ডও দেখাতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সোমবার লেবার পার্টির সম্মেলনে এ প্রস্তাব উপস্থাপন করবেন। চলতি বছরের শেষ নাগাদ এ বিষয়ে পরামর্শ প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কট্টর অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকের জনপ্রিয়তা মোকাবিলায় লেবার পার্টি এ উদ্যোগ নিচ্ছে। সম্প্রতি দলটির নেতা নাইজেল ফারাজ প্রস্তাব করেছেন, স্থায়ী বসবাসের সুযোগ বাতিল করে পাঁচ বছরের নবায়নযোগ্য কাজের ভিসা চালু করা উচিত।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, রিফর্ম ইউকের গণ-নির্বাসন নীতি ‘বর্ণবাদী’ এবং এটি দেশকে বিভক্ত করবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!