নিজস্ব প্রতিবেদক
আবারও হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল আনছে এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল)। এবার প্রতিষ্ঠানটি সরাসরি ক্রয়পদ্ধতিতে (Direct Procurement Method–DPM) জাপানের বিশ্বখ্যাত হোন্ডা কোম্পানির মোটরসাইকেল দেশে এনে বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা এবং প্রতিষ্ঠানগুলোতে সরবরাহ করবে।
এ লক্ষ্যে গত বুধবার এটলাস বাংলাদেশ এবং বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) এর মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকার বিএসইসি সম্মেলনকক্ষে আয়োজিত এ চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান এম এ কামাল বিল্লাহ, এটলাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিবর রহমান এবং বিএইচএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া।
বিএসইসির চেয়ারম্যান বলেন, “প্রতিষ্ঠার শুরু থেকেই এবিএল ও হোন্ডার মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ছিল। কিছু সময় বিরতির পর পুনরায় হোন্ডাকে সঙ্গে পেয়ে আমরা আনন্দিত। সরকারি সংস্থা, পল্লী বিদ্যুৎ সমিতি, বাংলাদেশ পুলিশ, এলজিইডি, এনজিওসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এবার থেকে এককভাবে হোন্ডা ব্র্যান্ডের বাইক সরবরাহ করবে এটলাস।”
হোন্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সুসুমু মরিসাওয়া বলেন, “আমরা বিশ্বাস করি, সেরা মানের বাইক যুক্তিসংগত দামে সরবরাহের মাধ্যমে সমাজে গতিশীলতা ও স্বাধীনতা পৌঁছে দেওয়া সম্ভব। এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানই উপকৃত হবে।”
এবিএলের এমডি মো. আজিবর রহমান জানান, “এখন থেকে সরকারি দপ্তরগুলোর জন্য এককভাবে হোন্ডা মোটরসাইকেল আমদানির দায়িত্ব নেবে এবিএল। এতে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।”
মন্তব্য করার জন্য লগইন করুন!