BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
আকাশের নিচে ছাতার মতো মাথা, গায়ের ভেতরে রক্তের মতো লাল রস—দেখলে মনে হয় কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনি থেকে উঠে আসা জীবন্ত চরিত্র। এই বিস্ময়কর গাছটির নাম ড্রাগনস ব্লাড ট্রি। আরব সাগরের মাঝে অবস্থিত ইয়েমেনের সোকোত্রা দ্বীপের গর্ব এটি। কিন্তু এখন, এই প্রজাতির গাছ হারিয়ে যাওয়ার আশঙ্কায় দুঃস্বপ্নে দিন কাটাচ্ছেন সেখানকার মানুষ।জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, অনিয়ন্ত্রিত পশুপালন আর বছরের পর বছর ধরে চলা সংঘাতে ধ্বংসের মুখে এই অমূল্য প্রজাতি। একসময় যে গাছ সারা দ্বীপজুড়ে ছায়া ছড়াত, আজ তা ঠাঁই নিয়েছে বিলুপ্তির আশঙ্কার তালিকায়।গাছ রক্ষায় মানুষের লড়াইউঁচু মালভূমির ধুলোময় বাতাসে ক্ষীণ এক চারাগাছকে আগলে রাখেন সিনা কায়বানি। তাঁর নিজের হাতে গড়া নার্সারিতে প্রতিটি গাছ যেন সন্তানসম। তিনি বলেন, “এদের মরতে দেখা মানে নিজের সন্তানকে হারানোর মতো।”