ভোলায় প্রচন্ড তাপদাহে অসুস্থ্য দুস্থ ও অসহায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু রোগীদের মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ঔষধ বিতরণ করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদে এ মেডিকেল ক্যাম্পেইন চলে।
এসময় রোগীদের চিকিৎসা প্রদান করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সিনিয়র মেডিকেল অফিসার গাইনোকোজিষ্ট সার্জন লে: কমান্ডার ইয়াসমিন আক্তার ও মেডিকেল স্পেশালিষ্ট সার্জন লে: কমান্ডার মো: জাহিদুল ইসলাম।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মেডিকেল স্পেশালিষ্ট সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো: জাহিদুল ইসলাম বলেন, কোস্টগার্ড উপকূলের চরাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষদের বিভিন্ন প্রায়োজনে সবসময় এগিয়ে এসেছে। কোস্টগার্ড দুস্থ ও অসহায় মানুষদের বিভিন্ন সময় বিনামূল্যে চিকিৎসা প্রদান করে আসছে।
তারই ধারাবাহিকতায় আজ ভোলার ভেদুরিয়ায় ৫৫০ জন বিভিন্ন বয়সী রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়েছে।
তাহদাহে অসুস্থ ভোলার চরাঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষদের ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছেন কোস্টগার্ড দক্ষিন জোনের চিকিৎসকরা।
মন্তব্য করার জন্য লগইন করুন!