রুহুল আমিন খাঁন স্বপন, ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
ফরিদগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে গরীব ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) উপজেলা সদরে আবিদুর রেজা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এই সেবা দেওয়া হয়। এতে প্রায় ৫ শ রোগীকে বিশেষজ্ঞ চিকিৎক ব্যবস্থাপত্র প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
উপজেলা ও পৌর এলাকার আশাপাশে কয়েকটি গ্রামের রোগীরা এ সময় চিকিৎসা সেবা গ্রহণ করেন।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এর সাবেক পরিচালক ডা: অধ্যাপক এ.কে.এম. মোস্তফা হোসেন।
অধ্যাপক এ.কে.এম. মোস্তফা হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার রাজনৈতিক দর্শনই হলো মানুষের সেবা করা, মানবতার কল্যাণে কাজ করা। এই লক্ষ্যকে সামনে রেখে সুযোগ পেলেই গরীব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের আয়োজন করি।
এ সময় ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও আবিদুর রেজা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো.লোকমান হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ প্রমুখ।
মন্তব্য করার জন্য লগইন করুন!