বাংলাদেশের শেয়ারবাজার এখন গোষ্ঠীগত স্বার্থের খেলায় পরিণত হয়েছে—এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘শেয়ারবাজার এখন ডাকাতদের আড্ডায় পরিণত হয়েছে।’
রোববার রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক উইথ শফিকুল আলম’ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, ‘এক ডাকাত চলে গেলে আরেক ডাকাত আসে। বড় ধরনের সংস্কার ছাড়া এই বাজারে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা অসম্ভব। ইতিহাস বলছে, সংস্কারের নামে যারা এসেছেন, তারা নিজেদের গোষ্ঠীস্বার্থই আগে দেখেছেন।’
তিনি আরও জানান, বড় বড় গ্রুপ গঠন করে দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে কারসাজি করে আসছে কিছু গোষ্ঠী। কিন্তু কোনো সরকারই তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়নি। ‘এখন যাঁরা সংস্কার করবেন, তাঁরা গোষ্ঠীস্বার্থ থেকে অনেক দূরের মানুষ হবেন। নির্মোহভাবে সংস্কার করবেন।’
এ লক্ষ্যে তিন মাসের মধ্যে বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে পুঁজিবাজার সংস্কার শুরু হবে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা চাচ্ছেন আন্তর্জাতিক মান অনুযায়ী সংস্কার হোক, যাতে গোষ্ঠীভিত্তিক স্বার্থ থেকে মুক্ত হয়ে শেয়ারবাজার একটি নিরাপদ বিনিয়োগ ক্ষেত্র হয়ে উঠতে পারে।’
প্রেস সচিব বলেন, অনেকেই শেয়ারবাজারকে অবৈধভাবে অর্থ আয়ের কেন্দ্র বানিয়ে ফেলেছেন। বছরের পর বছর ধরে দেখা যাচ্ছে, যারা প্রভাবশালী, কিংবা প্রভাবশালীদের ঘনিষ্ঠ, তারাই কোটিপতি হয়ে যাচ্ছেন। এই সংস্কারের মাধ্যমে সেই অনিয়মের চক্র ভাঙা হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!