বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ বলেছেন, “জুলাই শহীদদের রক্তের বিনিময়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাষ্ট্র সংস্কারের দায়িত্বে এসেছেন। কিন্তু কিছু রাজনৈতিক দল তাঁকে কাজ করতে দিচ্ছে না।” ক্ষমতার মোহে অন্ধ রাজনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা এখনো আওয়ামী লীগের দাসত্ব করছেন।”
আজ শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। কর্মসূচির শিরোনাম ছিল ‘জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ’। এর আগে মিছিলটি নগরের আন্দরকিল্লা শাহি জামে মসজিদ থেকে চেরাগী মোড় হয়ে প্রেসক্লাবে এসে পৌঁছে।
আবরার হাসানের হুঁশিয়ারি:
জুলাই ঐক্য চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী আবরার হাসান বলেন, “দেশের ভেতরে-বাইরে ষড়যন্ত্র চলছে। ভারতীয় আধিপত্যবাদ দেশকে অস্থিতিশীল করতে চায়। কেউ যদি ‘জুলাই’ ব্যর্থ করার চেষ্টা করে, আবারও ‘জুলাই’ ঘটবে।” তিনি দ্রুত ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের দাবি জানান।
জুলাই ঐক্যের অঙ্গীকার:
সমাবেশে বক্তারা জানান, জুলাই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করে, ৩৫টি সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে ‘জুলাই ঐক্য’। তাদের হুঁশিয়ারি, ৩০ কর্মদিবসের মধ্যে আর মাত্র ২০ দিন বাকি। এর মধ্যে ঘোষণাপত্র না এলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
অন্যান্য বক্তারা ছিলেন:
জুলাই ঐক্য চট্টগ্রামের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইবনে হোসাইন, যুগ্ম সদস্যসচিব রাশেদুল আলম, এনসিপির কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম প্রমুখ।
জুলাই ঐক্য জোটের সহযোগী সংগঠনগুলোর মধ্যে রয়েছে:
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)
ইনকিলাব মঞ্চ
জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স
বিপ্লবী ছাত্র পরিষদ
অ্যান্টিফ্যাসিস্ট কোয়ালিশন
পুনাব (প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)
পুসাব (প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অব বাংলাদেশ)
এসএডি (স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি)
জুলাই মঞ্চ
মন্তব্য করার জন্য লগইন করুন!