বাড়িভাড়া ভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হচ্ছে। শিক্ষকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে।
রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
তিনি জানান, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রদানের পাশাপাশি প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে দুপুরে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা সোমবারের মধ্যে বাড়িভাড়ার প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়েছিলেন।
তবে পরদিন মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে ক্লাস বর্জনের ঘোষণা দিলেও প্রেস ক্লাবের সামনের ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষকরা কর্মসূচি এক দিন এগিয়ে আনেন। তারা জানান, আন্দোলনরত শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ এবং লাঠিচার্জের ঘটনায় বহু শিক্ষক আহত হন ও কয়েকজনকে আটক করা হয়।
আন্দোলনকারীরা বলেন, সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হলেও, অযৌক্তিক হামলার ফলে তারা বাধ্য হয়েছেন কঠোর অবস্থান নিতে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না।
মন্তব্য করার জন্য লগইন করুন!