হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দুই সাংবাদিক গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, সকাল ১১টার দিকে বিএনপির কয়েকশ’ নেতাকর্মী পইল রোডে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে বিএনপি নেতাকর্মীরা ককটেল বিষ্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়।
এক পর্যায়ে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। তবে বিভিন্ন দিক থেকে আবারো বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
সংঘর্ষে দুই সাংবাদিক গুলিবিদ্ধ হন। তারা হলেন দেশ টিভির হবিগঞ্জ প্রতিনিধি আমীর হামজা ও মাই টিভির প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ।
গুলিবিদ্ধ আমীর হামজার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে চোখে গুলিবিদ্ধ মাইটিভির প্রতিনিধি শুভর অবস্থা আশঙ্কাজনক। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সংঘর্ষে পুলিশের কয়েকজন সদস্যও আহত হয়েছেন।
সংঘর্ষের কারণ
হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সে অনুযায়ী বিএনপি নেতাকর্মীরা পইল রোডে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে বিএনপি নেতাকর্মীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষের পরিণতি
সংঘর্ষের পর হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!