স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিজয়ীর ব্যবস্থাপনায় সুবিধা বঞ্চিত পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।
রবিবার (৩০শে মার্চ) সকালে পুরান বাজারের বিভিন্ন এলাকায় প্রকৃত সুবিধাবঞ্চিত শিশু ও দুস্থ ৫৫ টি পরিবারের মাঝে বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান এসব উপহারসামগ্রী তুলে দেন । ঈদ উপহার সামগ্রির মধ্যে ছিল গরুর মাংস, পোলাও চাউল, ভাতের চাল, আলু, সেমাই, চিনি,সয়াবিন তেল, গরম মশল্লা, পেয়াজ, রশুন, আদা।
বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন,আজকের এই আয়োজন আমার শ্বশুর বাড়ির মুরব্বিদের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিজয়ী। মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। উৎসব সবার। উৎসবে আমাদের সবাইকে সামর্থ্য ভাগাভাগি করতে হবে।
তিনি আরোও বলেন, সমাজের বিত্তবান মানুষের কাছে আহ্বান জানাই, অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান এবং তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সারা দেশে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশায়।
এ সময় উপস্থিত ছিলেন চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক এডভোকেট রফিকুজ্জামান রনি,চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, জাতীয় ফুটবল টিমের সাবেক খেলোয়ার মিজানুর রহমান স্বপন,তরুন সমাজ সেবক সাদ্দাম হোসেন,এলাকার সুধীজনসহ টিম বিজয়ী।
মন্তব্য করার জন্য লগইন করুন!