জ্বালানি সংকটের কারণে আসন্ন শীত মৌসুমে সরকারি দপ্তরগুলোতে এসি ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সোমবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটাতে, বিশেষত সেচ, সার উৎপাদন এবং শিল্পকারখানায় বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব সীমিত রাখার আহ্বান জানানো হয়েছে।
আগামী নভেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় ছাড়াও সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তরে এই নির্দেশনা কার্যকর করা হবে। এছাড়া, বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর লক্ষ্যে সব মন্ত্রণালয়কে আরও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!