শেয়ারবাজারে কারসাজির অভিযোগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও তার মা শিরিন আকতারকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। চলতি বছরের ২৪ সেপ্টেম্বর এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি বিএসইসি তাদের তদন্তের বিস্তারিত প্রকাশ করেছে, যেখানে শেয়ার কারসাজির মাধ্যমে সাকিব ও তার মা ৯০ লাখ টাকা মুনাফা করেছেন বলে জানানো হয়।
বিএসইসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বরে প্যারামাউন্ট ইনস্যুরেন্সের শেয়ারের দাম বাড়ানোর জন্য সাকিব ও তার মা একটি বেসরকারি ব্যাংকের সহযোগী ব্রোকারেজ হাউসের মাধ্যমে শেয়ার লেনদেন করেন। গত বছরের ১৭ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্যারামাউন্ট ইনস্যুরেন্সের শেয়ারের মূল্য প্রায় ৩৫ টাকা বা ৮৫ শতাংশ বৃদ্ধি পায়। সাকিব ও তার মা এই সময়ের মধ্যে নিজেদের বিও অ্যাকাউন্ট ব্যবহার করে ৬৫ টাকা ২৪ পয়সা মূল্যে প্রায় ১০ লাখ ৬০ হাজার শেয়ার কেনেন এবং কয়েকদিনের মধ্যেই তা বিক্রি করেন, যার মাধ্যমে তারা ৯০ লাখ টাকার মুনাফা অর্জন করেন।
এ কারসাজিতে সাকিবের সঙ্গে যুক্ত ছিলেন শেয়ারবাজারের বহুল আলোচিত কারসাজিকারক আবুল খায়ের হিরুসহ আরও কয়েকজন। বিএসইসি তাদের প্রতিবেদন অনুযায়ী, কারসাজির দায়ে সাকিব আল হাসান ও তার মাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া, ইশাল কমিউনিকেশনকে ৭৫ লাখ টাকা, আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ১ কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।
শেয়ারবাজারে এই ধরনের কারসাজি বন্ধে বিএসইসি কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য করার জন্য লগইন করুন!