আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নেতা খন্দকার রাহাত হোসেনকে (৫৭) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খন্দকার রাহাত হোসেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের একজন ঘনিষ্ঠ ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে রাজধানীর রামপুরা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ডিবি আরও জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত চলমান।
উল্লেখ্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪-দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমুকেও গত ৬ নভেম্বর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!