মো: সাইদুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি।
বাড়ছে শীত। শীত নিবারণের জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন তা হল লেপ-তোষক। সেজন্যই শীত বাড়ার সাথে সাথে ব্যস্ততা বেড়ে গেছে লেপ-তোষকের কারিগরদের। কেউ আবার ব্যস্ত পুরনো লেপ-তোষক মেরামতে।
টাঙ্গাইলের বিভিন্ন গ্রামাঞ্চলে ঘুরে দেখা গেছে যে, লেপ-তোষক কারিগররা খুবই ব্যস্ত সময় পার করছে। পৌষ ও মাঘ মাস শীতকাল। আর এই সময়টাই লেপ-তোষকের চাহিদা বৃদ্ধি পায়। তুলা অনুযায়ী লেপ তোষকের দাম বিভিন্ন রকম হয়ে থাকে। এবছর একটি লেপ তৈরি করতে ১ হাজার থেকে ২ হাজার এবং তোষক তৈরি করতে ১ হাজার থেকে ৩ হাজার টাকা খরচ হচ্ছে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কারিগর দুলাল মিয়া জানান, শীত মৌসুম আসলে কাজ বাড়ে। একজন কারিগর দিনে ৮ থেকে ১০ টি লেপ তৈরি করতে পারেন। তবে শীত মৌসুম ব্যতীত লেপের কোন চাহিদা থাকে না। একটা লেপ বানালে কারিগররা ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত মজুরি পান। দুলাল মিয়া আরো বলেন, গত বছরের তুলনায় এ বছর তুলার দাম কিছুটা বেশি। কালার তোলা প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকা, সিম্পল তোলা ৫০ টাকা, সাদা তোলা ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবচেয়ে দামি তুলা 'শিমুলতুলা' ৩০০ থেকে ৩৫০ টাকা মধ্যে বিক্রি হচ্ছে। তুলা অনুযায়ী লেপের দামের প্রকারভেদ হয়ে থাকে।
লেপ-তোষক কারিগরদের প্রত্যাশা, তুলার দাম কিছুটা কমলে ক্রেতারা স্বস্তিতে লেপ কিনতে পারবে। সেক্ষেত্রে তাদের বিক্রিও কিছুটা বাড়বে বলে আশা করেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!