চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুতায়িত হয়ে মেহেদী হাসান (১৪) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার দুই বন্ধু নেওয়াজ (১৪) ও রবিন (১৩)।
সোমবার দুপুরে উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মাইজের বাড়িতে এই ঘটনা ঘটে। সূচিপাড়া উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন লিটন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, সূচিপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মেহেদী বন্ধুদের সঙ্গে রাস্তার ওপর খেলাধুলা করছিল। এ সময় বিদ্যুতের খুঁটি থেকে ছুটে পড়া একটি বিদ্যুৎবাহী তারে স্পর্শ করলে মেহেদী বিদ্যুতায়িত হয়ে পড়ে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে নেওয়াজ ও রবিন আহত হয় এবং চিৎকার শুরু করে।
মেহেদীর বাবা মিজানুর রহমান জানান, চিৎকার শুনে তিনি দৌড়ে গিয়ে শুকনো বাঁশ দিয়ে ছেলেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, তার দুই বন্ধুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সূচিপাড়া উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন লিটন বলেন, “পরিবারটি এই ঘটনায় কোনো অভিযোগ না করায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মেহেদীর সহপাঠী ও স্থানীয়রা তার এমন মর্মান্তিক মৃত্যুকে মেনে নিতে পারছেন না।
মন্তব্য করার জন্য লগইন করুন!