বেনজীর আহমেদের সেন্ট মার্টিনের দক্ষিণপাড়া গ্রামে ৪১৮ শতাংশ জমি রয়েছে।দ্বীপের উত্তরপাড়ায়ও জমি কিনে সীমানাপ্রাচীর তুলেছেন তিনি।স্থানীয়রা জমিটি ‘বেনজীর স্যারের জমি’ হিসেবেই চেনে।ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া-ইসিএ আইন, বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ আইন এবং পরিবেশ আইনের লঙ্ঘন করে জমির চারদিকে সীমানা দেওয়া হয়েছে। সেন্ট মার্টিনের ১ নম্বর ওয়ার্ডের দ্বীপঘেঁষা এলাকা উত্তরপাড়া গ্রামের মোহাম্মাদ ওয়াজিউল্লাহ নামের এক ব্যক্তির ২৫০ শতাংশ জায়গা দখলের অভিযোগ উঠছে বেনজীর আহমেদের বিরুদ্ধে।
র্যাবের ডিজি থাকাকালীন কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী মৌজায় ৮৬.৯৪ শতাংশ জমি কেনেন বেনজীর আহমেদ।জমি নিজের নামে রেজিস্ট্রি না করে শ্যালক মীর্জা মনোয়ার রেজা, স্ত্রী জীশান মীর্জা এবং তিন কন্যার নামে রেজিস্ট্রি করান।
মন্তব্য করার জন্য লগইন করুন!