হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ধর্মগড় সীমান্তে অবৈধ পারাপারে বাংলাদেশ
থেকে ভারত সীমান্তে প্রবেশের দায়ে সজিব হোসেন(১৭) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। সজিব পাশ্ববর্তী হরিপুর উপজেলার মারাধার এলাকার কাশেম আলীর ছেলে। শুক্রবার (১৬ মে) বিকালে ধর্মগড় সীমান্তের ৩৭১/৮ এস পিলার এলাকা থেকে তাকে আটক করা হয়। ধর্মগড় ক্যাম্পের নায়েক সুবেদার মমিনুর রশিদ মমিন
মুঠোফোনে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনার দিন ওই যুবক ধর্মগড় সীমান্তে অবৈধ পারাপারে ভারতের অভ্যন্তরে গিয়ে ঘাস কাটছিলেন। এ সময় টহলরত বিজিবির নজরদারিতে এলে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ধর্মগড় সীমান্তে অবৈধভাবে ভারত প্রবেশের সময় ১৭ বছর বয়সী সজিব হোসেনকে আটক করে বিজিবি। পরে থানায় সোপর্দ করে মামলা করা হয়।
সজিবকে ফেরত আসার ইশারা করা হলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে, সাথে সাথে বিজিবি তাকে আটক করে। পরে বিজিবি সজিবকে রাণীশংকৈল থানা পুলিশে সোপর্দ করে। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, অবৈধ পারাপারে ধর্মগড় সীমান্তে এক যুবককে বিজিবি আটক করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপার আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!