রাজশাহীতে শীতের প্রকোপ বাড়ছে। আজ সোমবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ আর ঘন কুয়াশায় শহর ঢেকে গেছে। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে, তা বৃষ্টির মতো ঝরেছে। বেলা আড়াইটা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, যা নগরবাসীর দৈনন্দিন কাজে ব্যাপক প্রভাব ফেলেছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের তুলনায় তাপমাত্রা সামান্য বেড়েছে, তবে শীতের অনুভূতি আরও বাড়িয়েছে কুয়াশা ও সূর্যের অনুপস্থিতি।
- তীব্র শীতে বিপাকে শ্রমজীবী মানুষ
হঠাৎ শীত বাড়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। রাজশাহী নগরের বিভিন্ন মোড়ে শ্রমজীবীরা কাজের অপেক্ষায় বসে থাকলেও তেমন কাজ পাচ্ছেন না। দিনমজুর রবিউল ইসলাম বলেন, ‘খুব ভোর থেকেই কুয়াশা। এই ঠান্ডার মধ্যে কাজ পাওয়া খুব কঠিন হয়ে গেছে।’
রিকশাচালক জিতেন্দ্র সরকারও জানান, সকাল থেকে খুব কম যাত্রী পেয়েছেন। তাঁর কথায়, ‘আজ মানুষ রাস্তায়ই কম। শীতে সবাই গরম কাপড় জড়িয়ে বাড়িতেই থাকছে।’
- শীতের কাপড়ের বাজার জমজমাট
শীতের তীব্রতা বাড়ায় নগরের ফুটপাতে শীতের কাপড় বিক্রেতাদের ব্যস্ততা বেড়েছে। রানীনগর এলাকায় কম্বল বিক্রি করতে দেখা যায় সাজু আহমেদসহ আরও কয়েকজন বিক্রেতাকে। সাজু জানান, তাঁর দোকানে ১৫০ থেকে ৫ হাজার টাকার মধ্যে বিভিন্ন দামের কম্বল রয়েছে।
খুরশেদ আলম নামে এক ক্রেতা বলেন, ‘বাড়ি থেকে বলেছে শীতের কিছু কিনতে। এখানে ভালো জিনিস পাওয়া যাচ্ছে কি না, তাই দেখছি।’
- আবহাওয়ার পূর্বাভাস
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রহিদুল ইসলাম জানিয়েছেন, আজ সারা দিনই এমন আবহাওয়া থাকবে। আগামীকাল মঙ্গলবার সকাল ও বিকেলেও তাপমাত্রা আরও কিছুটা কম থাকবে।
নগরবাসীর অনেকেই বলছেন, এবার শীত তার প্রকৃত রূপ নিয়ে এসেছে। তবে শীতের এই আবহাওয়া কিছুদিন পর সাধারণ মানুষের জন্য সহনীয় হয়ে উঠবে বলে আশা করছেন তাঁরা।
মন্তব্য করার জন্য লগইন করুন!