জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।
এতে নুরুজ্জামান সোহেলকে সভাপতি ও একেএম সুজাউদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা দেয়া হয়।
১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি -নাইমুর আরেফিন পাপন, সহসভাপতি- মাসুদুর রহমান মাসুদ, মো. মাসুদ আলম, নাদিম সারোয়ার টিটু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মোস্তফা মনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক- সাইফুজ্জামান সরকার শাওন, রাসেল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক- শরীফুল আলম রুবেল, সহ সাংগঠনিক- সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার।
নবগঠিত ময়মনসিংহ উত্তর জেলা শাখা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল কমিটি ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!