বরগুনা: বরগুনার আমতলীতে স্বেচ্ছাসেবী সংগঠন 'আমরা আমতলীবাসী' মাহে রমাদানের তাৎপর্য নিয়ে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে। সোমবার সন্ধ্যায় রুহি ইকো ব্রিকসের পাশে পায়রা নদী তীরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল জাবেরের পরিচালনায় ইফতারের পূর্বে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আমতলী উপজেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল হালিম।
আলোচনা সভায় বক্তারা মাহে রমাদানের তাৎপর্য, এর ফজিলত ও রোজার নিয়ম-কানুন তুলে ধরেন। বক্তারা আরও বলেন, রমাদান মাস কেবলমাত্র রোজা রাখার মাস নয়, বরং এটি ধৈর্য, ত্যাগ ও পরহিজগারিতার মাস।
এ সময় আমতলী উপজেলা কমিটি, পৌরসভা, গুলিশাখালী, কুকুয়া, আঠারগাছিয়া ও আমতলী ইউনিয়ন থেকে 'আমরা আমতলীবাসী' সংগঠনের সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!