নিজস্ব প্রতিনিধি। ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মা। সকালেই তার ছেলের পরিক্ষা। শেষ পর্যন্ত মায়ের লাশ বাড়িতে রেখে অশ্রু ভেজা চোখে পরীক্ষা দিলেন কুইন্টার ঘাগ্রা (২১) নামের এক আদিবাসী শিক্ষার্থী।
সে দুর্গাপুরের আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার কলেজের পরিক্ষার্থী এবং দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিক্ষা ছিল।
তার বাড়ি পার্শ্ববর্তী উপজেলার কলমাকান্দা লেঙ্গুড়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে। বাবার নাম সিলভেস্টার ঘাগ্রা।
পরিবার সূত্রে জানা গেছে,মেঝো ছেলে কুইন্টার ঘাগ্রার এইচএসসি পরিক্ষা চলছে।আজ রবিবার ভোর ৪ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার মা হেলিমা ঘাগ্রা। মায়ের লাশ ঘরে রেখেই পরীক্ষার কেন্দ্রে এসে পরিক্ষা দেয় ছেলে কুইন্টার ঘাগ্রা। হঠাৎ মায়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
পরিক্ষার্থী কুইন্টার ঘাগ্রা'র বড় ভাই জাল সেং ঘাগ্রা বলেন,দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন মা। আজ ভোরে মা মারা গেছেন। আমার ছোট ভাই মায়ের মৃত দেহ বাড়িতে রেখেই পরিক্ষায় গিয়েছে। পরিক্ষা শেষ করে আবার বাড়িতে ফিরেছে। মায়ের লাশ সমাধি'র প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!