মতলব বাজারে স্থায়ী অটোরিকশা স্ট্যান্ড ও ট্রাক ঘাট না থাকায় তীব্র যানজট লেগে থাকে। ফলে জন দুর্ভোগ চরমে। পৌরসভার নির্দিষ্ট কোনো সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ড না থাকায়, রাস্তার পাশ দখল হওয়াতে সিএনজি, অটোরিক্সা বাধ্য হয়ে রাস্তার উপর স্ট্যান্ড করে রাখতে হচ্ছে। রাস্তায় গাড়ি থামিয়েই যাত্রী উঠানামা করাতে হচ্ছে। আর এতে করে সড়কের যানবাহন চলাচলের রাস্তাটি আরো সংকুচিত হয়ে যাচ্ছে, ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ঘটে যাচ্ছে অনাকাক্সিক্ষত দুর্ঘটনা।
এক শ্রেণীর লাইসেন্সবিহীন অটোরিকশার ড্রাইভাররা বাজারের বিভিন্ন অলি-গলিতে যত্রতত্র তাদের যানবাহন থামিয়ে যাত্রী উঠানামা করে। ফলে প্রতিনিয়তই যানজট লেগে থাকে। মতলব বাজারের প্রবেশপথে দুটি বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে থাকে।
এসব অদক্ষ ড্রাইভারদের কারণে প্রায় দিনই শিক্ষার্থীরা ছোট-বড় দুর্ঘটনার শিকার হয়ে থাকে। তাই অতিসত্বর মতলব বাজারে স্থায়ী অটোরিকশা স্ট্যান্ড জরুরি হয়ে পড়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!