ভ্রাম্যৃান প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী এবং বানিয়াচংয়ে ৯ জন ছাত্র-জনতা হত্যার অন্যতম হোতা ফরিদ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
সে উপজেলার ৭ নং বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর দেড়টায় ইউনিয়ন অফিসের নিজ অফিসকক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। চেয়ারম্যান ফরিদ বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মামলার এজাহার ভ‚ক্ত আসামী বলে নিশ্চিত করেছেন ওসি গোলাম মোস্তফা।
স্থানীয় আওয়ামীলীগের চিহ্নিত লোকজন পালিয়ে গেলেও চেয়ারম্যান ফরিদ প্রায় ১ বছর যাবৎ কিভাবে ইউনিয়নে অফিস করা ও যাবতীয় দাপ্তরিক কাজ করে যাচ্ছিলেন এ নিয়ে এলাকায় চরম সমালোচনা সৃষ্টি হয়েছে।
অনেকে বলছেন উপজেলার প্রভাবশালী কিছু রাজনৈতিক নেতার ছত্র-ছায়ায় তিনি(ফরিদ) এতদিন দাপটের সাথে চলাফেরা করেছেন। স্থানীয়দের দাবী ফরিদের হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত, তাকে নাইন মার্ডার মামলার গ্রেফতার দেখানোসহ যারা এতদিন এ স্বৈরাচারের দোসরকে শেল্টার দিয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!