ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি জাহাজ। আজ সোমবার (২৮ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম জানান, গত ৩ ফেব্রুয়ারি ভিয়েতনামের সঙ্গে সরকারি পর্যায়ে (জিটুজি) স্বাক্ষরিত চুক্তির আওতায় এমভি থাই বিআইএনএইচ ০৯ নামের জাহাজটি চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে। বন্দরে চালের নমুনা পরীক্ষার পর দ্রুত খালাস কার্যক্রম শুরু করা হয়েছে বলেও জানান তিনি।
চুক্তি অনুযায়ী, ভিয়েতনাম থেকে মোট এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ সরকার। খাদ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, চুক্তির আওতায় আমদানিকৃত সব চাল ইতিমধ্যে দেশে পৌঁছেছে।
সরকারি পর্যায়ে চাল আমদানির এই প্রক্রিয়া দেশে খাদ্য মজুত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করার জন্য লগইন করুন!