বরগুনায় নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দিবসের শুরুতেই ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা হয়।
সকাল সাতটায় বরগুনা স্মৃতিসৌধে রাষ্টের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিদেবন করেন, বরগুনার জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো: আব্দুস ছালাম। এর পর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাহাঙ্গীর কবীরের নেতৃত্বে একটি র্যালি শহীদ স্মৃতিসৌধে এসে হাজির হলে লোকারণ্যে পরিণত হয় স্মৃতিসৌধ স্থল। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া অুষ্ঠান ও শপথবাক্য পাঠ করা হয়। এরপর বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বরগুনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুজকাওয়াজ। জাতীয় সংগীত পরিবেশনা, জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা অবমুক্ত ও রং বেরঙের বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম।
মন্তব্য করার জন্য লগইন করুন!