লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক সাধারণ সম্পাদক রায়পুর প্রেসক্লাব এবং জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মো. কামাল উদ্দীন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশ-বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর জন্য এক আনন্দের দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে এই খুশির উৎসব। এদিন ধনী-গরিব নির্বিশেষে সবাই আনন্দ ভাগাভাগি করে নেয়। সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে ঈদের শিক্ষাকে আমাদের জীবনে ধারণ করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, "পবিত্র রমজানের ত্যাগ ও সংযমের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা যদি একে অপরের প্রতি সহানুভূতিশীল হই, তাহলে সমাজে ন্যায়বিচার ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে।"
এডভোকেট মো. কামাল উদ্দীন দেশ ও জাতির কল্যাণ কামনা করে সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং ঈদের আনন্দ সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
মন্তব্য করার জন্য লগইন করুন!