হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বর্তমানে কারাগারে আছেন। জেল জীবনে অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন এবং পত্রিকার খুঁটিনাটি পড়ে দিন কাটাচ্ছেন।
রোববার (১৭ নভেম্বর) বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এ ব্যারিস্টার সুমনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে তার সহকর্মী ও চেম্বার পার্টনার এম লিটন আহমেদ তার সঙ্গে দেখা করার অভিজ্ঞতা তুলে ধরেন।
কারাগারে সুমনের জীবনযাত্রা:
লিটন আহমেদের বক্তব্য অনুযায়ী, কারাগারে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করছেন ব্যারিস্টার সুমন। তিনি ফজরের আজানের আগেই ঘুম থেকে উঠছেন। জেলখানায় তার সঙ্গী হিসেবে আছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব নজিবুর রহমান এবং সাবেক এক পুলিশ কর্মকর্তা।
ডিভিশন পাওয়া সত্ত্বেও মোবাইল ফোন ব্যবহার করতে না পারায় বেশ কষ্টে আছেন সুমন। আগে সার্বক্ষণিক অনলাইনে সক্রিয় থাকা এই আইনজীবী এখন পুরোপুরি বিচ্ছিন্ন। দিনে দুটি জাতীয় পত্রিকা পড়েই সময় কাটাচ্ছেন তিনি।
জেলের কষ্ট:
ব্যারিস্টার সুমন জানান, সন্ধ্যার পর কারা সেলে ঢুকে খাবার খাওয়ার নিয়ম তাকে মানসিকভাবে প্রভাবিত করে। বাইরের খাবার তেমন একটা পান না। সপ্তাহে একবার পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পান, যা তাকে পরিবারের জন্য আরও ব্যাকুল করে তোলে।
আদালতে আবেগী মুহূর্ত:
কোর্টে তোলা হলে মন খারাপ হয়ে যায় বলে জানিয়েছেন ব্যারিস্টার সুমন। সহকর্মীদের দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
গ্রেপ্তার ও মামলার পটভূমি:
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ব্যারিস্টার সুমনের দেশ ছাড়ার গুঞ্জন শোনা যায়। তবে ২১ অক্টোবর রাতে মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!